রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার দুদিনের সব প্রোগ্রাম (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় জানানো হয়, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে আজ ও আগামীকালকের সব প্রোগ্রাম স্থগিত। ইতোমধ্যে জরুরি সেবা কার্যক্রম পরিচালনার জন্য চিকিৎসকদের একটি টিম গঠন করা হয়েছে।
সোমবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)। এ ঘটনায় ১৬৪ জন আহত হয়েছেন।
বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ