কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মহেশখালীতে ও বিকেলে কুতুবদিয়ায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকায় দুপুরে খেলাধুলার সময় পুকুরে পড়ে যায় সাত বছর বয়সী শিশু সাফওয়া মোহাম্মদ রাওজাত। সে স্থানীয় একটি মসজিদের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। হঠাৎ করেই তাকে খুঁজে না পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে সাফওয়াকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, 'শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়।'
এদিকে একই দিন বিকেলে কুতুবদিয়া উপজেলাতেও আরেকটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। তবে নিহত শিশুর নাম ও বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
বিডি প্রতিদিন/মুসা