রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও চারজন মারা গেছেন।
এ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৯ জন ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, রাতে আরও চার শিক্ষার্থী মারা গেছে। এই পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন নয়জনের মৃত্যু হলো।
আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় আটজনের লাশ তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
এতে আরও জানানো হয় দুর্ঘটনায় ২০ লাশ বিভিন্ন হাসপাতালে রয়েছে। আটটি হাসপাতালে আহত রয়েছেন ১০৪ জন।
দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন