রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় পলাতক থাকা এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগ। গ্রেফতার সেই ছিনতাইকারী নাম মো. আজিজুল (২০)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে আজিজুলকে গ্রেপ্তার করে তাদের একটি চৌকস দল। এর আগে একইদিন বিকেল আনুমানিক ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিংয়ের ১৩ নম্বর রোডের পশ্চিম প্রান্তে নদীর পাড়ের ওয়াকওয়েতে ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতা দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ইয়ামিন (২৩) ঘটনাস্থলেই মারা যান ও ফাহিম (২৩) গুরুতর আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত ইয়ামিনের মরদেহ মর্গে রাখা হয়েছে ও আহত ফাহিম আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পর থেকে পলাতক থাকা আজিজুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ