অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টে জাসপ্রিত বুমরাহ খেলবেন কি না, তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে সেই অনিশ্চয়তার অবসান ঘটালেন মোহাম্মদ সিরাজ। জানালেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে বুমরাহকে নিয়েই মাঠে নামবে ভারত।
আগামী বুধবার শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। ম্যাচের আগে সোমবার সিরাজ বলেন, 'এখন পর্যন্ত আমরা কেবল জানি জাসসি ভাই (বুমরাহ) খেলবেন।'
সতর্কতা হিসেবে সিরিজের দ্বিতীয় টেস্টে বুমরাহকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। প্রথম ও তৃতীয় টেস্টে দারুণ পারফর্ম করার পর তার ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত অস্ট্রেলিয়া সফরে সবগুলো টেস্ট খেললেও চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
ইংল্যান্ড সফরে ভারতীয় পেস আক্রমণ ভুগছে ইনজুরিতে। বাঁ পায়ের হাঁটুর চোটে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন উদীয়মান অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। পেসার আর্শদিপ সিংয়েরও খেলা হচ্ছে না ওল্ড ট্র্যাফোর্ডে। নেট অনুশীলনে বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন তিনি।
আবার লর্ডসে খেলার সময় অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আকাশ দিপ। তারও চতুর্থ টেস্টে খেলা অনিশ্চিত। গণমাধ্যমের খবর, তিনি কুঁচকির সমস্যায় ভুগছেন।
এই পরিস্থিতিতে পেস আক্রমণকে শক্তিশালী করতে হারিয়ানার তরুণ পেসার আনশুল কম্বোজকে দলে ডেকেছে ভারত। চলতি সিরিজের আগে ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ইংল্যান্ডেই খেলেছেন তিনি।
নিতিশ রেড্ডি ছিটকে যাওয়ায় দলে ফিরতে পারেন তরুণ ব্যাটার সাই সুদর্শন। হেডিংলিতে অভিষেক টেস্টে ০ ও ৩০ রান করেছিলেন তিনি। তার ফেরার সম্ভাবনা থাকায় স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দারকে বসিয়ে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে একাদশে নেওয়ার চিন্তা করছে দল।
আকাশ দিপ খেলতে না পারলে বুমরাহ ও সিরাজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দলে ফিরতে পারেন প্রাসিধ কৃষ্ণা। সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছিলেন তিনি।
তৃতীয় টেস্টে বাঁ হাতের তর্জনিতে চোট পান রিশাভ পান্ত। তার কিপিং করা নিয়ে সংশয় দেখা দিলেও সোমবার তাকে উইকেটকিপিং গ্লাভস হাতে অনুশীলন করতে দেখা গেছে। নেটে স্বাভাবিকভাবেই ব্যাটও করেছেন তিনি। ফলে তাকে কিপার হিসেবে খেলাতে আর বাধা থাকছে না বলেই মনে করা হচ্ছে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। তবে লর্ডসে উত্তেজনাপূর্ণ তৃতীয় টেস্টে হেরে আবার পিছিয়ে পড়ে সফরকারীরা।
বিডি প্রতিদিন/মুসা