বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ রিকশা চালক সাগর হাওলাদারের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে কীর্তনখোলা নদী থেকে লাশ উদ্ধার করা হয় বলে বরিশাল সদর নৌ থানার ওসি অসীম কুমার সিকদার জানিয়েছেন।
এর আগে রবিবার ভোর রাতে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকায় অজু করতে গিয়ে নিখোঁজ হন সাগর। তিনি নগরীর ভাটার খাল এলাকার বাসিন্দা দলিল উদ্দিনের ছেলে। সাগর রিকশা চালানোর পাশাপাশি খাবার হোটেলে পানি সরবরাহ করতেন।
সাগরের মা রেনু বেগম জানান, সাগর ভাটারখাল ডিসি ঘাট সংলগ্ন মসজিদে প্রতিদিন ফজরের নামাজ আদায় করে। রবিবার ভোররাতে নামাজ পড়ার জন্য বের হয়। এরপর থেকে তার কোন সন্ধান ছিলো না। বিভিন্ন স্থানে খুঁজে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ডিসি ঘাট এলাকায় সাগরের পাঞ্জাবি ও টুপি পাওয়া যায়।
সাগর মৃগী রোগী বলে জানিয়ে তার মা বলেন, ডিসিঘাটে নেমে নদীর পানি দিয়ে ওজু করেন। ওজু করার সময় মাথার টুপি ও পাঞ্জাবি খুলে পাশেই রাখেন। এর আগে দুই বার ওজু করতে গিয়ে নদীতে পড়ে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে। মৃগী রোগী সাগর ওজু করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। রোববার বিকেলে বিষয়টি টের পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরীরা তল্লাশী করে পায়নি।
নৌ পুলিশের ওসি অসীম সিকদার বলেন, কীর্তনখোলা নদীর দপদপিয়া সেতু এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল করে। খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল