ফেনীর পরশুরাম ও ফুলগাজীর উপজেলার মুহুরী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় উপজেলা দুইটির পশ্চিম অলকা, ঘোয়াল গ্রাম, পশ্চিম অলকা, ধনিকুন্ডা, নোয়াপুর, জঙ্গল ঘোনা, শালধর, মধুগ্রাম, উত্তর শ্রীপুর, দেড়পাড়া, নিলখী, দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে।
গত ৮ জুলাই ভেঙে যাওয়া বেড়িবাঁধের অংশ দিয়ে ভারতীয় উজান থেকে নেমে আসা প্রবল পানির চাপ সরাসরি লোকালয়ে ঢুকে পড়ায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পরশুরামে ৬০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত মুহুরি নদীর পরশুরাম স্টেশনে পানি সমতল ৩২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানি বিপদসীমার ১৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী ৬ ঘণ্টার মধ্যে তা সতর্কসীমায় পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে ভাঙা বাঁধের ফাঁকা অংশ দিয়ে মুহুরি নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পাকা রাস্তা,শতাধিক পরিবারের ঘর বাড়ি। ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বহু মানুষ।
বেড়িবাঁধ মেরামতের জন্য ঠিকাদার কাজ আরম্ভ করলে সেখানে রয়েছে মালামাল। ভেসে গেছে বাঁধ মেরামতের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনের পাইপ ও জিও ব্যাগ।
এর আগে যেসব পরিবার ঘরবাড়ি হারিয়েছিল, তারা হঠাৎ এই প্লাবনে আবারও দিশেহারা হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত বাঁধ সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল