দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও তদন্ত-২ এর মহাপরিচালক এবং যুগ্ম সচিব মোতাহার হোসেন বলেছেন, ‘নতুন প্রজন্মের চেতনায় দেশকে দুর্নীতিমুক্ত করা হবে। দুর্নীতির সঙ্গে যারাই জড়িত থাকবে, তদন্তে প্রমাণ মিললে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে।’
সোমবার (২১ জুলাই) সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পরে দুপুরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত প্রজন্ম গড়তে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্যই শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ চালু করেছে দুদক। পাশাপাশি দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরিতে নানা কার্যক্রম চালানো হচ্ছে।’
অনুষ্ঠান শেষে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ