সেন্ট্রাল ইন্স্যুরেন্সের সাবেক এমডি ও রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এম এ আলী ভূঁইয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।
কর্মজীবনে এম এ আলী ভূঁইয়া সাধারণ বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে ইষ্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে রোটারী বাংলাদেশের সাবেক গভর্নর গোলাম মুস্তাফা, ইশতিয়াক আবেদীন, কসমোপলিটান রোটারী প্রেসিডেন্ট ড. ওমর শরীফ শোক প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ