রংপুরের তারাগঞ্জে ৩ কেজি ওজনের কালো পাথরে মূর্তি বানিয়ে চুম্বকের গুঁড়া লাগিয়ে প্রতারণা করার সময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর থানার হাজারীহাট পুকুরপাড়া এলাকার খলিল ফকির (৭৫), মমতা বেগম (৩৬), হাজারীহাট দত্তপাড়া এলাকার সুবাস শীল (৩০) ও জোসনা রানী (৬০)। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক।
পুলিশ জানায়, রবিবার বিকালে কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর তিস্তা ক্যানেলের পশ্চিম পাশে শিয়ালডাঙ্গা ব্রিজ সংলগ্ন মিন্টু মিয়ার দোকানের সামনে থেকে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মূর্তি উদ্ধার ও তাদের আটক করে।
তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, গ্রেপ্তার চারজনের নামে মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। পাথরের মূর্তি বানিয়ে চুম্বকের গুঁড়া লাগিয়ে তারা প্রতারণা করত।