বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছেন বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। গতকাল চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় দুটি নৌকা, দুই বোতল বিষ ও ২০ কেজি চিংড়ি।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, ছোট হরমল এলাকায় খালের পানিতে বিষ দিয়ে মাছ ধরা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। তারা দুটি নৌকায় থাকা পাঁচ জেলেকে আটক করে তাদের কাছ থেকে দুই বোতল বিষ, জাল ও ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করে।