ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আলম মিয়া (৬০) নামে এক ব্যবসায়ী হত্যার অভিযোগে একমাত্র ছেলে ফাহাদ হাসান মাহমুদুলকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল পুকুর থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পিবিআই। আটক ফাহাদ হাসান মাহমুদুল বাবার ব্যবসা দেখাশোনা করতেন।
৩ সেপ্টেম্বর আলম মিয়ার লাশ উদ্ধার করা হয়।