বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার বিকল হয়ে চার দিন ভেসে থাকার পর ট্রলারসহ ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
গতকাল বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ৩১ আগস্ট চট্টগ্রাম ফিশারি ঘাট এলাকা থেকে ‘এফবি মাসুদা শাহীন’ নামের ট্রলার ১৭ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশে সমুদ্রে গমন করেন। রবিবার রাতে ট্রলারটির শ্যাফট ভেঙে বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর বুধবার দুপুর ১টায় কোস্টগার্ডের জরুরি সেবা ১৬১১১ নম্বরে যোগাযোগ করে। গতকাল কোস্টগার্ড ১৭ জন জেলেসহ বিকল হওয়া ট্রলার উদ্ধার করা হয়।