ফেনীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো জেলার দ্বিতীয় কারাগার ‘ফেনী কারাগার-২’। জেল সুপার দিদারুল আলম গতকাল কারাগারের কার্যক্রম উদ্বোধন করেন। এর পরই চট্টগ্রাম বিভাগের পাঁচটি কারাগার থেকে ১৮০ কয়েদিকে এখানে স্থানান্তর করা হয়।
কারাসূত্র জানায়, স্থানান্তরিতদের মধ্যে রয়েছে ফেনী জেলা কারাগারের ২১, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ২৬, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ৭৪, নোয়াখালী থেকে ১৫, লক্ষ্মীপুরের ১১ ও ব্রাহ্মণবাড়িয়ার থেকে ৩৩ জন। জেল সুপার বলেন, এখানে বন্দিদের থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে। চারপাশের দেয়াল কিছুটা উঁচু এবং কাঁটাতার স্থাপনের কাজ বরাদ্দ পেলেই সম্পন্ন করা হবে। উল্লেখ্য ১৯১৫ সালে জেলা শহরের মাস্টারপাড়ায় ফেনীর প্রথম কারাগার প্রতিষ্ঠিত হয়।