ফরিদপুরের দুর্ধর্ষ ছিনতাইকারী এবং ১০ মামলার আসামি শরিফুল ইসলাম ডন ও তার সহযোগীকে আটক করেছে র্যাব। গতকাল দুপুরে এ তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি কামরুজ্জামান। এর আগে শুক্রবার সন্ধ্যায় শরিফুল (৩৮) ও তার সহযোগী রায়হান মোল্লাকে (২৫) সালথা উপজেলা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি নকল পিস্তল, চাকু, দেড় কেজি গাঁজা, দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অধিনায়ক জানান, ২০১৮ সালে ঝিলটুলী এলাকায় এক নার্সের গলা থেকে চেইন ছিনতাই করার সময় তিনি রিকশা থেকে পড়ে নিহত হন। এ ঘটনার মূল আসামি শরিফুল ইসলাম ডন। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। আটকদের কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।