চার ইউক্রেনীয় সেনা রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। সোমবার (৮ সেপ্টেম্বর) একটি প্রাপ্ত ভিডিওর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় যে, যুদ্ধক্ষেত্রের ক্র্যাসনি লিমান সেক্টরে আত্মসমর্পণ করে ইউক্রেনীয় সেনাদের একটি দল।
ইউক্রেনের ৫৩তম পৃথক যান্ত্রিক ব্রিগেডের সেনাদের বন্দি করেন রাশিয়ার ২৫তম সম্মিলিত সামরিক বাহিনীর যোদ্ধারা। আত্মসমর্পণকারী সেনারা হলেন- ফিওদর লেশচেঙ্কো, ইভান ট্রোশিন এবং নিকোলে লেভচেঙ্কো। যুদ্ধবন্দি হওয়া দলে রুসলান টেসলেনকভও রয়েছেন, যাকে নেপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পোকরভে পাঠানো হয়েছিল।
এদিকে, পশ্চিমের দেশগুলোর যুদ্ধবিরতি নিয়ে তৎপরতার মধ্যেই কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ইউক্রেনের প্রধান সরকারি ভবনগুলো লক্ষ্যবস্তু করা হয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় চারজন ইউক্রেনীয় নিহত এবং আহত হন আরও অনেকে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সুবিধা পাইয়ে দিয়েছেন। গত রবিবার এবিসি নিউজে সম্প্রচারিত সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। গত ১৫ আগস্ট পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হয়। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি শান্তি চুক্তি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেষ্টার অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক থেকে কোনো বড় ধরনের ফলাফল না এলেও দুই পক্ষই এটিকে ইতিবাচক ধাপ হিসেবে উল্লেখ করেছে।
বিডি প্রতিদিন/এএম