গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ লাবু খান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বেলা ১১টার মনমথ গ্রামের সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত ঘাঘট নদীতে গোসলে নেমে নিখোঁজ হন লাবু। টানা ৩ ঘন্টা অভিযানের পর রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত যুবক লাবু খান উপজেলার বামনডাঙ্গা বন্দর এলাকার মনমথ গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে লাবু তার পিতা মতিয়ারের সাথে ঘাঘট নদীতে গোসলে নামে। পরে সাঁতার কেটে নদীর এ পাড় থেকে অন্য পাড়ে গেলেও ফেরার সময় মাঝনদীতে নিখোঁজ হন লাবু। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।
সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার গোলজার হোসেন বলেন, টানা ৩ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিডি প্রতিদিন/এএম