হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুনীর হুসাইন কাশেমী পিআর পদ্ধতির সমালোচনা করে বলেছেন, নির্বাচনে পিআর পদ্ধতি কী, সে সম্পর্কে দেশের জনগণ অবগত নয়। কারণ দেশের নির্বাচনি ব্যবস্থায় এর আগে কখনো জনগণ পিআর পদ্ধতি দেখিনি। এখন হঠাৎ করে দু-একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। মূলত এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না। দলের প্রতীককে ভোট দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক ছোট দলগুলো আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। গতকাল রাজধানীর বারিধারা মাদরাসায় তার নির্বাচনি এলাকা নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নেতা-কর্মীরা দেখা করতে এলে তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদ স্থিতিশীল হবে না। এই পদ্ধতি স্বতন্ত্র প্রার্থীরা কিভাবে নির্বাচিত হবে তাও উল্লেখ নেই। মাওলানা মুনীর হুসাইন কাশেমী সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি ও হেফাজতের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম ও রহস্যজনক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান।