রংপুর জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শেখ রাসেল স্টেডিয়াম নাম থেকে নতুন নামকরণ করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’। ৮ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের জেলা পর্যায়ে ২৩ স্টেডিয়ামের নাম পরিবর্তন করে। এতে রংপুরের স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হয়। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত স্টেডিয়ামের পরিবর্তিত নামের সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।
এদিকে শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম নামকরণ করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ করে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা, রংপুরের জেলা স্টেডিয়ামের মান উন্নত করাসহ নানান দাবি তুলেছেন নেটিজেনরা।