চিকিৎসা শেষে ঠাকুরগাঁওয়ের সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে ৭ ফুট লম্বা একটি অজগর। তেঁতুলিয়া উপজেলার রনচন্ডী এলাকা থেকে উদ্ধার সাত ফুট দৈর্ঘ্যরে এই অজগর সাপাটিকে উদ্ধার করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রণচন্ডী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে স্থানীয়দের মাধ্যমে সাপটি উদ্ধার করে বনবিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজগর সাপটিকে নদীর ধারে জালে আটকে থাকতে দেখেন স্থানীরা। পরে তারা এলাকার বিভিন্ন জনকে জানালে বিভিন্ন স্থান থেকে লোকজন দেখতে ছুটে আসে। পরে সাপটি রণচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে নেয়ার পর প্রশাসনকে জানানো হয়। পরে প্রশাসনের মাধ্যমে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছেন, এর আগেও কয়েকবার তেঁতুলিয়ায় অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পাহাড়ী অঞ্চল হতে বিভিন্নভাবে আসতে পারে সাপগুলো।
তথ্য নিয়ে জানা গেছে, গত ২০২৪ সালের ৬ অক্টোবরে দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকায় স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১৪ ফুট দৈর্ঘ্যের ৯ কেজি ২০০ গ্রাম ওজনের অজগর উদ্ধার করা হয়। পরে সাপটি তেঁতুলিয়া বন বিভাগের মাধ্যেমে দিনাজপুর বন বিভাগের রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়। তার আগের মাসে ১০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রাম থেকে ৫ কেজি ওজনের বাচ্চা অজগর সাপ উদ্ধার করা হয়। সাপটি লম্বায় ছিল সাড়ে ৬ ফুট। এছাড়া বাঁশঝাড় থেকেও উদ্ধার করা হয়েছে অজগর সাপ।
বন বিভাগের তথ্য মতে, চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করছে বনবিভাগ।
উপজেলা বিট কর্মকর্তা নূরুল হুদা জানান, ইউএনও আমাকে খবরটি জানালে দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করে তেঁতুলিয়া ইকোপার্কে আনা হয়। সাপটির গায়ে আঘাত হওয়ায় পরে প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে প্রাথমিক চিকিৎসা সেরে সাপটি এখন ইকো পার্কে রাখা হয়েছে। সাপটি লম্বায় সাত ফুট, ওজন পাঁচ কেজি। সহকারী বনসংরক্ষক নুরুন্নাহার জানান, সাপটি এখন সুস্থ। অজগর প্রজাতির এই সাপটিকে সিংড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/এএম