বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আবু সালেহ নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় নগরীর খামার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক। তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, নাহিদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২ ব্যাচের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদের করা মামলার ৩৫ নম্বর আসামি তিনি। এদিকে নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে রংপুর নগরীর ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক।