কাজের গতি বাড়াতে আট বছর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় ভেঙে দুই বিভাগে ভাগ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে কাজের গতি তো বাড়েনি উল্টো সমন্বয়ে নানা অসুবিধা তৈরি হওয়ার কারণে আবার দুই বিভাগকে এক করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগকে একীভূত করা হয়েছে। এবার স্বরাষ্ট্রের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ও এক হচ্ছে বলে শোনা যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে এনিয়ে ভিতরে ভিতের নানা আলোচনা রয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তর থেকে সামারি তৈরি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দায়িত্বশীল একাধিক সূত্র। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা অফিসিয়ালি এখনো কিছু জানেন না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে বর্তমানে দুটি বিভাগ রয়েছে। একটি স্বাস্থ্যসেবা বিভাগ এবং আরেকটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ। প্রশাসনের দক্ষতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট কাজের সুষ্ঠু তদারকি নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার ২০১৭ সালে ১৬ মার্চে ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুই ভাগ করে সে সময় প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ সচিব। স্বাস্থ্য মন্ত্রণালয় দুটি ভাগ করার পেছনে যে কারণ ছিল তা বাস্তবায়ন হয়নি বরং রদবদলসহ নানা করণে বিড়ম্বনা বেড়েছে। একটি বিভাগের সঙ্গে আরেকটি বিভাগের কাজে সমন্বয়ের অভাবও রয়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৮ আগস্ট স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী অবসরে যান। এরপর এখনো নতুন সচিব দেওয়া হয়নি বিভাগটিতে। এরপর থেকেই মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে গুঞ্জন শুরু হয় দুই বিভাগ এক হয়ে যাচ্ছে। দুটি বিভাগকে এক করতে গত কয়েকদিন এ বিষয়টি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তর একটি সামারি তৈরি করছেন। ‘রুলস অব বিজনেস ১৯৯৬’-এর ক্ষমতাবলে মন্ত্রণালয়ের ‘স্বাস্থ্যসেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ’কে স্বাস্থ্য মন্ত্রণালয় নামে পুনর্গঠন করার জন্য প্রস্তাব করা হবে। এটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্ত ইতিবাচক হলে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, অনেকদিন ধরে শোনা যাচ্ছে বিষয়টি। স্বাস্থ্য শিক্ষা সচিব অবসরে গেলে বিষয়টি নিয়ে অনেকটা প্রকাশ্যে আলোচনা চলে। এ ছাড়া সম্প্রতি স্বরাষ্ট্র এক হয়েছে আমাদেরটাও দ্রুত হবে এমন শুনতেছি। স্বাস্থ্য শিক্ষা বিভাগে কেন এখনো সচিবের পদ ফাঁকা- এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়তো এখনো সচিব চাচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয় সবসময় অফিসার পূরণ করতে রাজি। তাহলে স্বাস্থ্যের দুই বিভাগ এক হচ্ছে কি না- জানতে চাইলে দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আমরাও শুনতেছি হবে। তবে অফিসিয়াল চিঠি পাইনি। কর্মকর্তারা জানান, মন্ত্রণালয় ভাগ করা বা এক করা কোনো সমাধান নয়, কাজটা দক্ষতার সঙ্গে কতটা হলো সেটা দেখতে হবে। প্রসঙ্গত, ২০১৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একটি বিভাগের নাম জননিরাপত্তা বিভাগ এবং আরেকটির নাম সুরক্ষা সেবা বিভাগ করা হয়েছিল। যা গত ৩ সেপ্টেম্বর আবারও এক করা হয়েছে।