বাগেরহাটের সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে ও আসন পুনর্বহালের দাবিতে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সর্বদলীয় সম্মিলিত কমিটির মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে সমবেত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবলু ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদার ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. হোসেন।
বক্তারা বলেন, বুধবার ও বৃহস্পতিবারের সর্বাত্মক হরতাল সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ হরতালে মোংলা বন্দরের কার্যক্রম, ইপিজেডসহ সব শিল্পকারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি ও নদী পারাপার বন্ধ করে দেওয়া হবে। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হরতালের পরও যদি নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন না করে, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এতে যেকোনো ক্ষতির দায়ভার ইসিকেই নিতে হবে।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বাগেরহাট সদরসহ সব উপজেলা ও পৌর শহরে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বিডি প্রতিদিন/হিমেল