চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। এটি চলবে বিকাল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির অনাবাসিক শিক্ষার্থীদের ভোট উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে যেখানেই আছেন চলে আসুন। বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মত প্রকাশের অধিকারকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তই কাম্য।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৭ শতাংশ ছাত্রী এবং ৩৪ শতাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন। এই অনাবাসিক শিক্ষার্থীদের ভোট ব্যাপক প্রভাব ফেলবে ডাকসু নির্বাচনের ফলাফলে।
আবিদুল ইসলাম খান বলেন, যেসব অনাবাসিক শিক্ষার্থী এখনো ভোটাধিকার প্রয়োগ করেননি, তারা ভোটকেন্দ্রগুলোতে চলে আসুন। আপনার ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আজকে আমরা কারও বিরুদ্ধে অভিযোগ করবো না। আজকে শুধু উৎসব হবে।
আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আবিদুল ইসলাম খান বলেন, চিফ রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমি অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো প্রকার বাধা তো দূরে থাক, বিন্দুমাত্র আচারণবিধি লঙ্ঘন আমার নেই। বরং আমি কয়েকটা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিগুলোতে আমাকে ঢুকতে দেয়নি। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ভেতরে প্রবেশ করার অধিকার আছে প্রার্থীদের। গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে পোলিং এজেন্ট ও প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই