গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ৫১ জন কর্মী অব্যাহত চারদফা দাবি আদায়ের লক্ষ্যে গণছুটিতে গিয়েছেন। ফলে উপজেলার শত শত গ্রাহক বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হয়েছেন।
কোটালীপাড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯৫জন কর্মী ৭৯,১৫৭ জন গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদান করছেন। এর মধ্যে ৫১জন কর্মী রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে গণছুটিতে গেছেন। এই ৫১ জনের মধ্যে প্রায় ৩০ জন লাইনম্যান, যারা সরাসরি বিদ্যুৎ সংযোগ ও রক্ষণাবেক্ষণের কাজ করেন।
স্থানীয়রা বলেন, বিদ্যুতের সমস্যা থাকায় বিভিন্ন এলাকায় তারা বিপাকে পড়েছেন। উপজেলা শুয়াগ্রামের লিয়ন বাড়ৈ বলেন, গত দুই দিন ধরে আমাদের গ্রামে বিদ্যুৎ নেই। আমরা বারবার জোনাল অফিসে যোগাযোগ করেছি, কিন্তু কোনো কর্মী পাওয়া যায়নি। দ্রæত সময়ে সমস্যার সমাধান চাই।
অন্য একজন গ্রাহক ইমরানুর রহমান বলেন, দক্ষিণ পাশ দিয়ে বিদ্যুৎ নেই। আমাদের এলাকায় মুরগীর খামার আছে, যেখানে ২৪ ঘণ্টার বিদ্যুতের প্রয়োজন। দ্রুত সমাধান না হলে ক্ষতি হবে।
কোটালীপাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজওয়ানুল ইসলাম বলেন, সরকার আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে কর্মীরা আবার কাজে যোগ দেবেন। এরপর বিদ্যুৎ সেবার সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
জোনাল অফিসের কর্মীরা অব্যবস্থাপনা বন্ধ, বদলির নামে হয়রানি রোধসহ চারদফা দাবি আদায়ের লক্ষ্যে এই আন্দোলন করছেন।
বিডি প্রতিদিন/হিমেল