মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, একটি বেরিকেট দিয়ে মানিকগঞ্জকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। রাস্তার দু’পাশেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এক পাশ থেকে আরেক পাশে যেতে বিড়ম্বনার শিকার হচ্ছে হাজার হাজার লোক। দ্রুত এখানে গোলচত্বর প্রতিষ্ঠার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদিন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব।
বিডি প্রতিদিন/জামশেদ