ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনার মধ্যে এবার ল্যাটিন আমেরিকায় একটি বিমানবাহী রণতরীসহ সম্পূর্ণ স্ট্রাইক গ্রুপ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং এর সঙ্গে থাকা পাঁচটি ডেস্ট্রয়ার লাতিন আমেরিকা অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক সামাজিক মাধ্যমে পোস্টে বলেন, ইউএসসাউথকম এলাকায় এই অতিরিক্ত মার্কিন বাহিনীর উপস্থিতি আমাদের সক্ষমতা বাড়াবে অবৈধ কর্মকাণ্ড শনাক্ত, পর্যবেক্ষণ ও প্রতিরোধ করতে। এতে ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন- ভেনেজুয়েলা সরকার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টার জল্পনা আরও জোরদার করেছে। এজন্য সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ৬ হাজার নৌসেনা ও মেরিন সদস্য ল্যাটিন আমেরিকা অঞ্চলে আটটি যুদ্ধজাহাজে অবস্থান করছে। এবার এই বাহিনীতে যুক্ত হবে ইউএসএস জেরাল্ড ফোর্ড, আরও পাঁচটি ডেস্ট্রয়ার এবং অতিরিক্ত ৪ হাজার ৫০০ সামরিক সদস্য। বিমানবাহী রণতরীটি বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করছে, তবে ল্যাটিন আমেরিকায় কবে পৌঁছাবে, তা এখনও স্পষ্ট নয়।
বিডি-প্রতিদিন/শআ