চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ছাদ থেকে পড়ে সাবিনা খাতুন (৬০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার নতুন চাকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন নতুন চাকলা গ্রামের মোহাম্মদ ছোবদুলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়েছিলেন সাবিনা খাতুন। এ সময় অসাবধানবশত পা পিছলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা