ভারতের সঙ্গে নিজেদের দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেছে রাশিয়া। এ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হবে বলেও সতর্ক করেছে দেশটি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মধ্যেই এমন মন্তব্য করেছে রাশিয়া।
এছাড়া তাদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ভারতের প্রতিশ্রুতিকেও স্বাগত জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও বলা হয়েছে, সত্যি বলতে অন্য কিছু কল্পনা করা কঠিন। রাশিয়া এবং ভারতের সম্পর্ক স্থিরভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। মন্ত্রণালয়ের মতে, রাশিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি কেবল দীর্ঘদিনের রাশিয়া-ভারত বন্ধুত্বের চেতনা ও ঐতিহ্যের প্রতিফলন নয়, বরং আন্তর্জাতিক বিষয়ে তাদের কৌশলগত স্বায়ত্তশাসন এর প্রতিফলন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেসামরিক ও সামরিক উৎপাদন, মানববাহী মহাকাশ মিশন, পারমাণবিক শক্তি ও রাশিয়ার তেল অনুসন্ধান প্রকল্পে ভারতের বিনিয়োগসহ বিভিন্ন খাতে যৌথ প্রকল্পে কাজ করছে ভারত-রাশিয়া। তারা আরও বলেছের, দুই দেশ জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানো, বিকল্প অর্থপ্রদান পদ্ধতি চালু করা এবং নতুন পরিবহন ও লজিস্টিক রুট তৈরিতে সহযোগিতা করছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সময়ে এ মন্তব্য করল যখন রাশিয়া থেকে তেল কিনছে এমন দেশগুলোর ওপর শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ভারতও রয়েছে। এছাড়া অন্যান্য দেশের ওপর শুল্ক আরোপ করতে জি৭ ভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ২৭ আগস্ট ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এতে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এতে ভারত- যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে গত মাসে সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনে অংশগ্রহণ করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া এক্সে পুতিনের সঙ্গে ছবিও প্রকাশ করেন মোদি। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ