যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৫ শতাংশ শুল্ক নিয়ে দরকষাকষিতে চূড়ান্তভাবে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। ফলে বাংলাদেশের পোশাক রপ্তানিতে এর বিরূপ প্রতিক্রিয়া অনিবার্য হয়ে উঠেছে। সরল বিশ্বাসী উপদেষ্টা ও কর্মকর্তারা ভেবেছিলেন শান্তিতে নোবেলজয়ী বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তী সরকারের প্রধান। এ সরকার প্রতিষ্ঠায় যেহেতু যুক্তরাষ্ট্রের আশীর্বাদ রয়েছে বলে ভাবা হয় সেহেতু ৩৫ শতাংশ বাড়তি শুল্কের বিষয়টি সহজেই সমাধান করা যাবে। যে কারণে দরকষাকষিতে সক্রিয় হওয়ার বদলে সরকারের কর্তাব্যক্তিরা কুম্ভকর্ণের নিদ্রায় সময় কাটিয়েছেন। ৯০ দিনের স্থগিতাদেশের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি আমাদের কর্তাব্যক্তিরা। যখন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআরের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সুযোগ ছিল, তখন এ ইস্যু খুবই সহজ করা হয়েছিল। কিন্তু সে সুযোগ না হয়ে নিদ্রামগ্ন থাকায় তার খেসারত দেশের ১৮ কোটি মানুষকে দিতে হবে এমটিই মনে হচ্ছে। ৯০ দিনের স্থগিতাদেশের সময়সীমা উঠে যাওয়ার পর দ্বিতীয় দফায় চিঠি পেয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ সরকার। তখনো ইউএসটিআরের সঙ্গে কার্যকর আলোচনা করতে পারেননি বাংলাদেশ থেকে পাঠানো প্রতিনিধি। পরবর্তী সময়ে পরিস্থিতি আরও বেশি অস্বাভাবিক হলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন ছুটে যান ওয়াশিংটনে। সে সময়ও কোনো ব্যবসায়ী প্রতিনিধিকে সঙ্গী করা হয়নি। অথচ এই একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অনেক প্রতিযোগী দেশ সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। বাণিজ্য সচিব স্বীকার করেছেন, বাণিজ্য মন্ত্রণালয় অতীতে কখনো এমন বেকায়দায় পড়েনি। পোশাক রপ্তানিকারকদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনায় সরকার তাদের আস্থায় রাখেনি। অতীতে পোশাক রপ্তানির ক্ষেত্রে যত সমস্যা হয়েছে, তা রপ্তানিকারকরাই দরকষাকষিতে ভূমিকা রেখেছেন। বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত করার ক্ষেত্রে তাদের অবদান তাৎপর্যপূর্ণ। অতীতের সব রাজনৈতিক সরকার ব্যবসাসংশ্লিষ্ট বিষয়ে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করলেও অন্তর্বর্তী সরকারের ভিন্ন পথে চলা দেশের জন্য বিপদ ডেকে আনছে। এই আত্মঘাতী নীতির অবদান প্রত্যাশিত।
শিরোনাম
- বিসিসিআই নির্বাচনের তারিখ ঘোষণা
- ‘জমিদারের বংশ’ দাবি করে বক্তব্য দেওয়া চবির সেই কর্মকর্তাকে শোকজ
- ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
- প্রথম পাকিস্তানি নারী হিসেবে অনন্য কীর্তি শেহেরবানোর
- ডাকসু নির্বাচনে ছাত্রী ভোটারই হতে পারে গেমচেঞ্জার: উমামা
- মওলানা ভাসানী সেতুর ক্যাবল চুরির ঘটনায় গ্রেফতার ২
- ইটনায় অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, আটক তিন
- বজ্রপাত থেকে প্রাণহানি রোধে মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের তালবীজ রোপণ কর্মসূচি
- এখনো নিরক্ষর দেশের ২২ শতাংশ জনগোষ্ঠী
- নির্বাচন কমিশন অপেশাদার আচরণ করছে, অভিযোগ সাদিক কায়েমের
- শিবপুরে আখ চাষে দ্বিগুণ লাভ, কৃষকদের মুখে ফুটেছে হাসি
- আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ %
- বেনাপোল বন্দর থেকে পিস্তলসহ ভারতীয় ড্রাইভার-হেলপার আটক
- হাসপাতাল থেকে রিলিজ নিয়েই মধুর ক্যান্টিনে মেঘমল্লার বসু
- টেসলা ইলন মাস্ককে দিচ্ছে ১ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ
- শিশু-কিশোরদের মেধা অন্বেষণের বড় প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ : তথ্য সচিব
- আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, আমি রাজি: কাদের সিদ্দিকী
- পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী
- মেহেরপুরে জাল নোটসহ আটক ১
- বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমানের শোক
মার্কিন বাড়তি শুল্ক
কুম্ভকর্ণের নিদ্রা বিলাসিতার পরিণতি
প্রিন্ট ভার্সন
