প্রার্থীর অতীত-বর্তমান যাচাই করার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এরপর মায়েদ বলেছেন, নির্বাচনের সময় শঙ্কা নেই, তবে তারা সতর্ক অবস্থানে থাকবেন।
তানভীর আল হাদী মায়েদ বলেছেন, দৃশ্যমান কোনো শঙ্কা কাজ করছে না। তবে কোনো নাশকতা যেন না হয়, সেদিকে সতর্ক থাকতে চাই। ক্যাম্পাস নিরাপদ আছে, শিক্ষার্থীরাও সেইফ ফিল করছে।
সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এজিএস প্রার্থী মায়েদ বলেন, প্রার্থী হিসেবে আমার যেমন তাদের কাছে যাওয়ার দায়িত্ব ছিল, তাদেরও আছে। তারা ভোটার হিসেবে যেন যোগ্য কাউকে খুঁজে নেয়। আমরা হয়তো সবার কাছে যেতে পারিনি। তবে আপনারা ভোটার হিসেবে খোঁজ-খবর নেবেন, অতীত-বর্তমান যাচাই করবেন। যোগ্যতার ভিত্তিতেই পছন্দের প্রার্থী বাছাই করবেন।
আজ রাত ১০টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা। তাই শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্ম-পরিকল্পনা। আজ প্রচারণা শেষে হাতে থাকবে মাত্র একদিন। এর পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন।
বিডি প্রতিদিন/আরাফাত