গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের স্বৈর সরকার পতনের পর ধারাবাহিকভাবেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমতে থাকে। সোজা কথায়, এ সময় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণগ্রহীতাদের ঋণ গ্রহণের পরিমাণ কমেছে। রাজনৈতিক পট পরিবর্তন, আইনশৃঙ্খলার অবনতি, সামাজিক অস্থিরতা এবং এসব কিছু মিলে সৃষ্ট অনিশ্চয়তায় দেশিবিদেশি বিনিয়োগকারীদের মধ্যে স্থবিরতা ও তীব্র অনাগ্রহ দেখা দেয়। এ ছাড়া পূর্ববর্তী সরকার আমলে যারা নৈতিক-অনৈতিকভাবে মোটা অঙ্কের ঋণ নিয়েছিলেন, তাদের অনেকেই এখনো পলাতক। কেউ কারাবন্দি। অনেকে খেলাপি হিসেবে চিহ্নিত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে ২০২৩-এর জুলাইয়ে ঋণ প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের বেশি। ডিসেম্বর শেষে দাঁড়ায় ৭ দশমিক ২৮ শতাংশে। চব্বিশের জানুয়ারিতে কমে হয় ৭ দশমিক ১৫ এবং ফেব্রুয়ারিতে আরও নেমে ৬ দশমিক ৮২ শতাংশ। মে মাসে সামান্য বাড়লেও পরে ফের নিম্নগতি; যা অব্যাহত রয়েছে। এর আগে সর্বশেষ ২০১১ সালের মে মাসে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বছর পেরোলেও এখনো অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ঋণ প্রবৃদ্ধি ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির কোনো উন্নতি হয়নি। বরং গত ২২ বছরের পরিসংখ্যানে জুলাইয়ের প্রবৃদ্ধি ছিল সর্বনিম্ন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে যা ৬ দশমিক ৫২ শতাংশ। মূল্যস্ফীতি ও বিদেশি মুদ্রা সংকটে জাতীয় অর্থনীতি এমনিতেই ক্রমবর্ধমান চাপের মুখে আছে। বিশেষ দুশ্চিন্তার কারণ এজন্য যে, ঋণ প্রবৃদ্ধি কমলে বিনিয়োগ থমকে যায়। নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, বরং কর্মক্ষেত্র সংকুচিত হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির মাথায় তা কুঠারাঘাত করে। কর্মহীনতায় সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হয়, অপরাধপ্রবণতা বাড়ে সমাজে। এত সব নেতিবাচকতা এড়াতে পর্যায়ক্রমে ঋণ প্রবৃদ্ধির ক্রমবর্ধমানতাই কাম্য। তবে সেই ঋণ অবশ্যই হওয়া চাই দায়িত্বশীলতার গ্যারান্টিযুক্ত এবং খেলাপি হওয়ার ঝুঁকিমুক্ত। আশা করি তা করতে আটঘাট বেঁধে নামবে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ।
শিরোনাম
- রাঙামাটিতে কাঠুরিয়া গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
- কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ
- মস্কোয় বৈঠকের প্রস্তাব নাকচ করলেন জেলেনস্কি
- এইচআইভি চিকিৎসায় সমন্বিত ব্যবস্থাপনার বিকল্প নেই
- ভাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নওগাঁয় ভিন্ন আয়োজন
- নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় জোড়া খুন
- পাহাড়ে জীববৈচিত্র্য রক্ষায় পাড়াবনবাসীদের নিয়ে নতুন উদ্যোগ
- গাজায় অনাহারে মৃত্যু ৩৭০ জনে পৌঁছেছে
- হাসিনা-রেহানার দুর্নীতির ৩ মামলায় আরো পাঁচজনের সাক্ষ্য
- ‘হাড় নেই, চাপ দিবেন না’
- ব্যবসায়ী শাওন হত্যা মামলায় রিমান্ডে আনিসুল হক
- লক্ষ্মীপুরে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে লালকার্ড দেখাল শুভসংঘের শিক্ষার্থীরা
- ফ্রান্সের জাদুঘর থেকে ৯৫ লাখ ইউরোর চীনামাটির বাসন চুরি
- নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৩
- গাইবান্ধায় ‘কষ্টি’ পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
- ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে রাশিয়ার ‘ভেটো’ ক্ষমতা নেই: ন্যাটো প্রধান
- আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- স্বৈরাচারী শাসনের অন্ধকারে ফিরতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় রিজভী
ঋণ প্রবৃদ্ধি
হ্রাস পাওয়া কাম্য নয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

জবির আশপাশের অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
১ মিনিট আগে | ক্যাম্পাস

রাঙামাটিতে কাঠুরিয়া গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
২ মিনিট আগে | দেশগ্রাম