রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। কার্গো ভিলেজ কমপ্লেক্সে রাখা বিপুল পরিমাণ জরুরি আমদানিপণ্য পুড়ে ছাই হলো। শনিবার দুপুরে লাগা আগুন নেভাতে ১৩ ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট হিমশিম খায়। যোগ দেয় সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি। তাদের সমন্বিত, সাত ঘণ্টার প্রাণান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনসার, ফায়ারকর্মীসহ অন্তত ৩৫ ব্যক্তি আহত হন। ছয় ঘণ্টায় ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণে বাধ্য হয়। শত শত যাত্রী মহাদুর্ভোগের শিকার হন। তাৎক্ষণিকভাবেই প্রশ্ন ওঠে নিরাপত্তা-সতর্কতার সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে। শেষ পর্যন্ত রাত ৯টার পর বিমান ওঠানামা শুরু করে। দেশের প্রধান বিমানবন্দরে এমন বিপর্যয়কর অগ্নিকাণ্ড স্বভাবতই এর সম্পর্কে দেশিবিদেশি যাত্রীদের মনে ভীতি ও উৎকণ্ঠা সৃষ্টি করবে। ক্ষতির ভস্মে দাঁড়িয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে বিমান ব্যবহারকারী ব্যবসায়ীরা আস্থা হারাবেন। সার্বিকভাবে বিমানবন্দরের বিশ্বমান তালিকায় ঢাকা আরও পিছিয়ে পড়বে। এ ক্ষতি পূরণে সময় লাগবে। বিশেষ উদ্বেগের কারণ হচ্ছে এর আগে গত মঙ্গলবার রাজধানীর শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। তাতে পাশের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে। ১৬টি লাশ উদ্ধার হয়। এরপর বৃহস্পতিবার চট্টগ্রামের ইপিজেড এলাকার টেক্সটাইল এবং মেডিকেল কোম্পানিতে আগুন লাগে। এ ছাড়া শনিবারই ঢাকায় একটি ফার্মাসিউটিক্যালসে আগুনের ঘটনা ঘটে। ধারাবাহিকভাবে এসব দুর্ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই এগুলোর পেছনে কোনো স্বার্থান্বেষী মহলের নাশকতার কারসাজি কাজ করছে কি না, সে প্রশ্ন ও সন্দেহ করছেন। নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করা উচিত। মানুষের জীবন এবং ব্যক্তি ও রাষ্ট্রের সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন সরকারের অবশ্যকর্তব্য। উল্লিখিত ঘটনাগুলোর কোনোটির সঙ্গে নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে কোনো মহল যেন জনজীবন ও চলমান রাজনৈতিক প্রক্রিয়া বিঘ্নিত করার সুযোগ না পায়।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর