দেশের অর্থনীতির রক্ত সঞ্চালন নালি হিসেবে বিবেচিত সামুদ্রিক বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ট্যারিফ চার্জ ৪১ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম। তারা এক সপ্তাহের মধ্যে বর্ধিত ট্যারিফ কমানো না হলে বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের অভিযোগ ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই ১৫ অক্টোবর থেকে বন্দরে গড়ে ৪১ শতাংশ চার্জ বাড়ানো হয়েছে। কোনো কোনো খাতে এ চার্জ আরও অনেক বেশি। বন্দরের ট্যারিফ নিয়ে তুঘলকি সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন ট্যারিফে ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরে তা প্রান্তিক জনগোষ্ঠীর ঘাড়ে চাপবে। চট্টগ্রাম বন্দর লোকসানি প্রতিষ্ঠান নয়। তারপরও সংকট সৃষ্টির জন্য কারসাজির আশ্রয় নেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। ৮৫ শতাংশ আমদানি-রপ্তানি চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। এর মধ্যে ট্রেইলার ধর্মঘট শুরু হয়েছে, বন্দর থেকে কনটেইনার যাচ্ছে না। এসবের দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে। নতুন ট্যারিফ কাঠামো স্থগিত করে আলাপ-আলোচনার মাধ্যমে তা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। অস্বাভাবিক ট্যারিফ আরোপের প্রতিবাদে শনিবার চট্টগ্রাম বন্দর থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। একই দাবিতে ১৫ অক্টোবর থেকে কনটেইনার বহনকারী লরি চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। ট্যারিফ চার্জ ৪১ শতাংশ বৃদ্ধি সম্পর্কে বন্দর কর্তৃপক্ষ এবং বন্দর ব্যবহারকারীদের বক্তব্যে বৈপরীত্য রয়েছে এবং এটাই স্বাভাবিক। বন্দর কর্তৃপক্ষের উচিত ছিল ট্যারিফ বৃদ্ধির আগে ব্যবহারকারীদের সঙ্গে আলোচনায় বসা এবং সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো। কিন্তু সে পথে না গিয়ে গড়ে ৪১ শতাংশ ট্যারিফ বৃদ্ধি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করেছে। দেশের ব্যবসাবাণিজ্যে যখন সংকটাবস্থা বিরাজ করছে, সে সময়ে ট্যারিফ বৃদ্ধির মতো স্পর্শকাতর বিষয়ে একতরফা সিদ্ধান্ত কতটা যৌক্তিক ভাবতে হবে। এ বিষয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনে অংশীজনের সঙ্গে কর্তৃপক্ষ আলোচনায় বসবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর