চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা নিয়ে বিতর্কিত বক্তব্যের জের ধরে প্রতিষ্ঠানটির সেকশন কর্মকর্তা সিরাজুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে তাঁকে শোকজ করা হয়।
সিরাজুলকে উদ্ধৃত করে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে দেওয়া নোটিশে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) আয়োজিত মতবিনিময় সভায় জামায়াত নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারী আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী এবং চবির সেকশন কর্মকর্তা সিরাজুল ইসলামের দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিরাজুল তাঁর বক্তব্যে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পতির ওপর প্রতিষ্ঠিত, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার মালিক। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে— এটা আমরা মেনে নেব না’।
চবির রেজিস্ট্রার দপ্তরের ব্যক্তিগত নথি শাখার সেকশন কর্মকর্তা সিরাজুল ইসলামের বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তারই ধারাবাহিকতায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ উল্লেখ করে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রতিষ্ঠানটির এই কর্মকর্তাকে।
গত ৩০ আগস্ট মধ্যরাত থেকে পরদিন বিকেল ৩টা পর্যন্ত চবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/আশিক