বিচার বিভাগের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতেই থাকবে। এ উদ্দেশ্যে মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংবিধানে পুনর্বহাল করা হয়েছে ১৯৭২ সালের মূল সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। এ রায়ের ফলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে ফিরে এলো। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদে এ পর্যন্ত যে সংশোধনী আনা হয়েছে তা অবৈধ ও অসাংবিধানিক হওয়ায় বাতিল করা হয়েছে। একই সঙ্গে চতুর্থ ও পঞ্চম সংশোধনীর আওতায় ২০১৭ সালে আওয়ামী লীগ সরকার যে শৃঙ্খলা বিধি প্রণয়ন করে তা বাতিল করা হয়েছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে। ঐতিহাসিক এ রায়ের পর্যবেক্ষণে হাই কোর্ট বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। এর পরিপন্থি কোনো আইন সংসদ প্রণয়ন করতে পারে না। যদি এমন আইন করা হয়, তবে তা অসাংবিধানিক ঘোষণা করার ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে। রায়ে বলা হয়, সংবিধান সাধারণ আইন নয়। সংবিধানের কোনো বিধান যখন অসাংবিধানিক ঘোষণা করা হয়, তখন পূর্ববর্তী বিধান স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হয়ে যায়। সংবিধানের ষোড়শ সংশোধনী মামলা, ভারত ও বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক মামলার রায়ে এ দৃষ্টান্ত রয়েছে। রায়ে আদালত বলেছেন, মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করেছিল- বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল করা হলে চেক অ্যান্ড ব্যালেন্স বিনষ্ট হবে। কিন্তু হাই কোর্ট মনে করেন এ যুক্তি সঠিক নয়। কারণ সংবিধানে বলা আছে বিচার বিভাগ প্রভাবমুক্ত থাকবে। তা ছাড়া রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে ক্ষমতার যে পৃথকীকরণ নীতি, বিদ্যমান ১১৬ অনুচ্ছেদ সে নীতিকে খর্ব করেছে। হাই কোর্টের এ রায়ের ফলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে বলে আশা করা যায়। অধস্তন আদালতগুলো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত করার যে সুযোগ সৃষ্টি হয়েছিল সংবিধানের ১১৬ ধারা সংশোধনের মাধ্যমে তা বাতিল হওয়ায় বিচারকরা বিচার পরিচালনার ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।
শিরোনাম
- রাঙামাটিতে কাঠুরিয়া গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
- কাজাখস্তানকে উড়িয়ে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ
- মস্কোয় বৈঠকের প্রস্তাব নাকচ করলেন জেলেনস্কি
- এইচআইভি চিকিৎসায় সমন্বিত ব্যবস্থাপনার বিকল্প নেই
- ভাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নওগাঁয় ভিন্ন আয়োজন
- নেত্রকোনায় পাল্টাপাল্টি হামলায় জোড়া খুন
- পাহাড়ে জীববৈচিত্র্য রক্ষায় পাড়াবনবাসীদের নিয়ে নতুন উদ্যোগ
- গাজায় অনাহারে মৃত্যু ৩৭০ জনে পৌঁছেছে
- হাসিনা-রেহানার দুর্নীতির ৩ মামলায় আরো পাঁচজনের সাক্ষ্য
- ‘হাড় নেই, চাপ দিবেন না’
- ব্যবসায়ী শাওন হত্যা মামলায় রিমান্ডে আনিসুল হক
- লক্ষ্মীপুরে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে লালকার্ড দেখাল শুভসংঘের শিক্ষার্থীরা
- ফ্রান্সের জাদুঘর থেকে ৯৫ লাখ ইউরোর চীনামাটির বাসন চুরি
- নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি, ১৭ জনের যাবজ্জীবন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৩
- গাইবান্ধায় ‘কষ্টি’ পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩
- ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের ব্যাপারে রাশিয়ার ‘ভেটো’ ক্ষমতা নেই: ন্যাটো প্রধান
- আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- স্বৈরাচারী শাসনের অন্ধকারে ফিরতে চাই না: ব্রাহ্মণবাড়িয়ায় রিজভী
বিচার বিভাগ
সুপ্রিম কোর্টের হাতেই নিয়ন্ত্রণ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

জবির আশপাশের অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
১ মিনিট আগে | ক্যাম্পাস

রাঙামাটিতে কাঠুরিয়া গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
২ মিনিট আগে | দেশগ্রাম