ইয়েমেনি হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছেন।
হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান, তাদের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
সারি বলেন, অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর, অধিকৃত জাফায় আরেকটি সামরিক লক্ষ্যবস্তু, ইলাত বন্দর, রামন বিমানবন্দর এবং আশদোদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানটি পাঁচটি ড্রোন দিয়ে পরিচালিত হয়েছিল। আরও বলেন, অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, এই অভিযানটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণহত্যার অপরাধ এবং হোদেইদা বন্দরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছিল।
আগ্রাসন মোকাবেলা ও প্রতিরোধে গত কয়েক মাসে ইয়েমেনের সাফল্যের কথা উল্লেখ করে সারি বলেন, ইয়েমেন আসন্ন পর্যায়ে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত।
সারি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, গাজায় আক্রমণ বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: মেহের নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল