বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে উত্তরার দিয়াবাড়ীতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমানটি বিধ্বস্ত হলে মারা গেছেন ১৯ জন। এমন বিষাদময় ঘটনায় এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ রকম ভয়াবহ দুর্ঘটনার ছায়া পড়েছে গোটা দেশে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। ম্যাচে লিটন বাহিনী হয়তো কালো ব্যাজ পরবে এবং ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হতে পারে। শোকের আবহের ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। জিতলেই পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের পর ফের সিরিজ জিতবে। ১০ বছর আগে এক ম্যাচের টি-২০ সিরিজটি জিতেছিল বাংলাদেশ। ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে সিরিজে। লিটন বাহিনী প্রথম ম্যাচ রেকর্ড গড়ে জিতলেও আলোচনার কেন্দ্রে ছিল উইকেট। পাকিস্তান কোচ মাইক হেসন উইকেটের সমালোচনা করে বলেন, ‘এমন উইকেটে খেলে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি ভালো হবে না। শুধু তাই নয়, এমন উইকেটে খেলে দেশের বাইরে সাফল্য পাওয়া যাবে না।’ রেকর্ড গড়া জয়ের পর ৩৯ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলা টাইগার ওপেনার পারভেজ হোসেন ইমন উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি। অথচ ম্যাচের আগের দিন মিরপুরের সমালোচনা করেছিলেন টাইগার অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় ম্যাচ আজ। আলোচনার কেন্দ্রবিন্দুতে ফের উইকেট।
পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ২৩ ম্যাচে চারটি জিতেছেন টাইগাররা। আশ্চর্য হলেও সত্যি, সব ম্যাচই জিতেছে রান তাড়া করে এবং তিনটি আবার মিরপুরে। ২০১৫ সালে প্রথমবার ম্যাচ জিতেছিল ৭ উইকেটে। ওই ম্যাচে বল বাকি ছিল ২২টি। পরের বছর মিরপুরে এশিয়া কাপে জিতেছিল ৫ উইকেটে। ২০২৩ সালে চীনের হ্যাংঝু এশিয়ান গেমসে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে জিতেছিল ৬ উইকেটে। রবিবারের প্রথম ম্যাচে জয় পায় ৭ উইকেটে এবং ২৭ বল হাতে রেখে। যা পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি বল হাতে রেখে জয় পাওয়ার রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে এই প্রথম তিন ম্যাচ জয়ের হাতছানি। এর আগে দুই দল তিনবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে। তিনবারই পাকিস্তান জিতেছে। অধিনায়ক লিটন ১৩ ম্যাচে জিতেছেন ৭টি এবং হেরেছেন ৬টিতে।
মিরপুরে বাংলাদেশ এখন পর্যন্ত ৪৬ টি-২০ ম্যাচ খেলে জিতেছে ২৩টি। হারও সমান ২৩ ম্যাচে। ৪৭ নম্বর ম্যাচ খেলবে আজ এবং পাকিস্তান খেলবে ১৫ নম্বর ম্যাচ। আজকের ম্যাচের আলোচনায় এখন উইকেট। এর আগে মিরপুরের উইকেট আলোচনার কেন্দ্রে ছিল ২০২১ সালে। চার বছর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল। সেবার উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্রিকেটাররা। সেবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৪-১ এবং নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে। সিরিজ দুটিতে উইকেটের আচরণ এতটাই বাজে ছিল যে, দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান বলেছিলেন, ‘এমন উইকেটে খেলে ১০-১৫ ম্যাচ শেষে এক ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’ টাইগারদের কাছে বিধ্বস্ত অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল দুবাইয়ে। অথচ বাছাই পর্ব টপকে দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি বাংলাদেশ।
চার বছর আগে নিউজিল্যান্ড অলআউট হয়েছিল মাত্র ৬০ রানে। উইকেটে নিচু হয়ে আসা বলের সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে ব্ল্যাক ক্যাপসরা অলআউট হয়েছিল ১৬.৫ ওভারে। ম্যাচ হেরে মিডিয়ার মুখোমুখিতে দলটির উইকেট টম ল্যাথাম বলেছিলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম স্কোর বোর্ডে ভালো একটি স্কোর দাঁড় করাতে। কিন্তু কাজটি সহজ ছিল না। উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল।’ ১৩.৪ ওভারে ৬২ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। .ম্যাচ শেষে দলটির অধিনায়ক ম্যাথু ওয়েড বলেছিলেন, ‘এমন কন্ডিশনে খেলা কঠিন। উইকেটে সাবলীল ব্যাটিং করা খুবই কঠিন ছিল।’ চার বছর পর যেন তেমন উইকেটই ফিরে এসেছে মিরপুরে।