ভুটান জাতীয় নারী ফুটবল লিগে মাঠ কাঁপাচ্ছেন বাংলাদেশের মেয়েরা। গোলের পর গোল করে নিজ দলকে জয় এনে দিচ্ছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা, সুমাইয়ারা। এবার ভুটান লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের আরও দুই নারী ফুটবলার। তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র দুজনই খেলবেন রয়েল থিম্পু কলেজ এফসিতে। গতকাল তারা ভুটান পৌঁছেছেন। দুজনই প্রথমবারের মতো দেশের বাইরে কোনো আসরে খেলবেন।
এর আগে বাংলাদেশের ১০ নারী ফুটবলার ভুটানের লিগে খেলতে গেছেন। সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল টানা দুবার সাফ জিতলেও এখন স্কোয়াডেই ডাক পান না। তাকে ছাড়াই মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই পর্বে খেলে আসে জাতীয় দল। আরও কয়েকজন সিনিয়র খেলোয়াড়ও দলে নেই। সাবিনা তারপরও থেমে নেই। হ্যাটট্রিক আর ডাবল হ্যাটট্রিক করে ভুটানের দর্শকদের মন জয় করছেন। হেড কোচ বাটলার অবশ্য বলছেন, ‘কাউকে বাদ দেওয়া হয়নি। যোগ্যতা দেখালে তাদের দরজা খোলা। নাম নয় আমি যোগ্য খেলেয়াড়কেই প্রাধান্য দেব।’