লা লিগায় জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। গতকাল তারা অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে হারায় রিয়াল সোসিয়াদকে। ম্যাচে ১২ মিনিটে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। ৩২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিন হুইসেন। এর পর প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলেও রিয়াল পুরো ৩ পয়েন্ট সংগ্রহ করেছে।
৪৪ মিনিটে আরদা গুলের গোলে রিয়াল প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান সোসিয়াদে মিকেল ওইয়ারডাবান। ৬৪ ভাগ বল দখলে রেখেও হেরে যেতে হয় রিয়াল সোসিয়াদকে। এটি রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ জয়। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লা লিগায় সর্বোচ্চ শিরোপা জেতা দলটি।