পটুয়াখালীর কলাপাড়ায় কোনো ধরনের নতুন কর আরোপ ছাড়াই পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌর অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থ বছরের ২৫ কোটি ৯২ লাখ ৪৬ হাজার ৯৬০ টাকার বাজেট ঘোষণা করা হয়।
টিএলসিসি’র ত্রৈমাসিক সভা ও বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. আবদুল কাইয়ুম, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট এজেডএম কাওসার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া পৌরসভার প্রকৌশল বিভাগের কার্য-সহকারী মো. শামসুল আরেফীন।
বিডি প্রতিদিন/এমআই