টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ীর হাটখোলা মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলা দর্শকপ্রিয় এক আয়োজন হয়ে দাঁড়িয়েছে। দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন বয়সের ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়ের পরিবেশিত কৌশল ও চতুরতায় কয়েক হাজার দর্শক অবাক হন। খেলার প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
খেলার কৌশল ও দৃষ্টি প্রতিবন্ধীদের পারফরম্যান্স দেখে দর্শকরা আবেগে আপ্লুত হন। একজন দর্শক রফিক জানান, “জাতীয় খেলা হা-ডু-ডু দেখতে এসে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের কৌশল দেখে আমি খুবই আনন্দিত। যদি মাঝে-মধ্যে এমন আয়োজন করা হয়, তাহলে যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হবে।”
স্থানীয় বাসিন্দা জুবায়ের হোসেন বলেন, “সুস্থ-সবল খেলোয়াড়দের ঐতিহ্যবাহী হা-ডু-ডু দেখেই সবাই অভ্যস্ত, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীদের সমন্বয়ে জাতীয় খেলা দেখে সত্যিই ভালো লাগল। যদি কর্তৃপক্ষ মাঠপ্রাঙ্গণের চারপাশে পর্যাপ্ত জায়গা করে দিত তাহলে সবাই আরও স্বাচ্ছন্দ্যে খেলা দেখতে পেত। প্রতি বছর এই ধরনের আয়োজনের দাবি রাখি।”
খেলায় অংশ নেওয়া শওকত সিকদার বলেন, “আমি দীর্ঘ ২০ বছর ধরে হা-ডু-ডু খেলায় অংশ নিচ্ছি। আমাদের সাতজনের একটি দল আছে। আমরা টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন জেলায় অংশ নিয়ে সফলতা অর্জন করেছি। এই খেলাটি আমাদের কাছে খুব প্রিয়।”
স্থানীয় যুবসমাজের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবক বাচ্চু মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফসহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতা–কর্মীরা। অংশগ্রহণকারী ও দর্শকরা একজোট হয়ে বারবার এ ধরণের খেলার আয়োজনের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আশিক