ক্যামেরুন গ্রিন ও অভিষিক্ত মিচেল ওয়েনের ব্যাটিং ঝড়ে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করল অস্ট্রেলিয়া। গতকাল জ্যামাইকার সাবিনা পার্কে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ৩ উইকেটে হারিয়ে এগিয়ে গেলেন অসিরা। গ্রিন ২৬ বলে ৫১ ও ওয়েন ২৭ বলে ৫০ রানের ইনিংস খেলে হন ম্যাচসেরা। রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের পর অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হিসেবে টি-২০ অভিষেকে হাফসেঞ্চুরি করেন ওয়েন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৫৫ বলে ৯১ রানের জুটি গড়েন অধিনায়ক শাই হোপ ও রোস্টন চেজ। তাঁরা হাফসেঞ্চুরি করে থামেন। ৪ চার ও ৩ ছক্কায় ৩৯ বলে ৫৫ রান করেন হোপ। চেজের ৩২ বলে ৬০ রানের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা ছিল। ১৯তম ওভারে ৩ উইকেটসহ ৩৬ রানে চার ব্যাটারকে শিকার করেন অস্ট্রেলিয়ার পেসার বেন ডোয়ার্শিস। জবাবে খেলতে নেমে ৭৮ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে ৪০ বলে ৮০ রানের জুটিতে অসিদের লড়াইয়ে ফেরান গ্রিন ও ওয়েন। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।