উয়েফা জানিয়েছে ২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হবে। এ ম্যাচ আয়োজনের দৌড়ে মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতায় ছিল আজারবাইজানের বাকুর অলিম্পিক স্টেডিয়াম। তাদের হারিয়ে মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের আয়োজনের দায়িত্ব পেয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি আরও জানায়, ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজন করবে পোল্যান্ডের ওয়ারশের ন্যাশনাল স্টেডিয়াম। ২০২৪ সালের অক্টোবরে দরপত্র আহ্বান করলে মাত্র দুটি আবেদন আসে। একটি মাদ্রিদ থেকে অন্যটি বাকু থেকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার আলবেনিয়ার তিরানায় উয়েফার নির্বাহী কমিটির সভায় মাদ্রিদের নাম চূড়ান্ত করা হয়। ২০১৭ সালে উদ্বোধন হওয়ায় আতলেটিকোর ঘরের মাঠের দর্শক ধারণ ক্ষমতা ৭০ হাজার ৬৯২ জন।
এখানেই অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল।