ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগে পেশাদার ফুটবলের ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে নিষিদ্ধ করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। পাঁচ বছরের তদন্ত শেষে শুক্রবার অপরাধের মাত্রা অনুযায়ী বাজিতে জড়িত থাকার কারণে ৮ থেকে ১২ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেসব ম্যাচ অফিশিয়ালকে। পাশাপাশি তিনজনের বিরুদ্ধে এখনো তদন্ত করছে দেশটির ফুটবল ফেডারেশন।
দেশটির ফুটবল সংস্থা টিএএফ জানিয়েছে, পাঁচ বছর ধরে চলে আসছে এ তদন্ত কার্যক্রম। যেখানে ৫৭১ জন অফিশিয়ালের মধ্যে ৩৭১ জনের নামেই বেটিং অ্যাকাউন্ট পাওয়া গেছে। যার মধ্যে ১৫২ জন ম্যাচ অফিশিয়াল নিয়মিত জুয়া খেলছেন। এদের মধ্যে গুটিকয় রেফারি একবারের বেশি বাজি ধরেননি তবে ৪২ জন ১ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। অভিযুক্তদের মধ্যে একজন অফিশিয়াল বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ বার। ফিফা ও উয়েফার মতো এফএফের আইনেও খেলোয়াড়, কোচ ও ম্যাচ অফিশিয়ালদের বাজি ধরা নিষিদ্ধ।