জাতীয় ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই তিন সেঞ্চুরির দেখা মিলল। গতকাল সেঞ্চুরি করেছেন ময়মনসিংহের নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন এবং চট্টগ্রামের সাদিকুর রহমান। কক্সবাজার একাডেমি মাঠে অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ ও রংপুরের ম্যাচ। প্রথম দিনে ময়মনসিংহ ২ উইকেটে ২৮১ রান করেছে। মাহফিজুল ইসলাম রবিন ১২৭ রান করেছেন ২২৮ বল খেলে। ১৩টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকিয়েছেন রবিন। নাঈম শেখ ১৬৩ বলে করেছেন ১১১ রান। তিনি ৯টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকিয়েছেন।
কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়াই করছে চট্টগ্রাম-বরিশাল। এই মাঠে চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি করেছেন সাদিকুর রহমান। দিন শেষে ৭১ ওভার খেলে ৪ উইকেটে ২৬০ রান করেছে চট্টগ্রাম। সাদিকুর ১৭৪ বলে ১২২ রানের ইনিংস সাজিয়েছেন ৮টি চার ও ৫টি ছক্কার মারে। মুমিনুল হক ১২৯ বলে ৮৪ রান করে উইকেটে টিকে আছেন। তিনি ১০টি চার মেরেছেন। মাহমুদুল হাসান জয় ৩৫ রান করেছেন।
জাতীয় ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডে প্রথম দিনেই বেশ উত্তেজনা ছড়িয়েছে খুলনা-রাজশাহীর ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে খুলনা ৪৪.৫ ওভার খেলে মাত্র ১২১ রান করে অলআউট হয়। খুলনার পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। রাজশাহীর পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন মিহরব হাসান ও নিহাদ উজ জামান। প্রতিপক্ষকে অলআউট করে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ৩ উইকেটে ৮৭ রান করেছে রাজশাহী। সাব্বির হোসেন ৩৯ রান করেছেন। প্রিতম ২০* ও সাব্বির রহমান ২০* রানে অপরাজিত আছেন। বৃষ্টির কারণে বেশ কিছু ওভার খেলা মাঠে গড়ায়নি। সিলেট একাডেমি মাঠে ঢাকা-সিলেটের ম্যাচে খেলা হয়েছে মাত্র ৪৩.১ ওভার। এখানেও ছিল বৃষ্টির বাধা। এই মাঠে ঢাকা প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১২০ রান করেছে। মাহিদুল ইসলাম ৩৬ রানে ও তাইবুর রহমান ১২ রানে উইকেটে টিকে আছেন। সিলেটের পক্ষে গতকাল ইবাদত হোসেন ৩টি ও খালেদ আহমেদ ২টি উইকেট শিকার করেন।