গত মৌসুমে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে অভিষেক হয় ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের। অভিষেকের পর থেকেই দুর্দান্ত খেলে চলেছেন বিশ্বকাপজয়ী এ তারকা। রিয়ালের হয়ে ২০২৪-২৫ মৌসুমে স্প্যানিশ লা লিগায় ৩১টি গোল করেন তিনি। ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য এবার স্বীকৃতিও পেলেন এমবাপ্পে। শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুতে এক অনুষ্ঠানে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার এ পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়। ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে বলেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য দারুণ মুহূর্ত। প্রথমবারের মতো পেলাম, একজন ফরোয়ার্ড হিসেবে সত্যিই বিশেষ কিছু। রিয়ালে অনেক বছর থাকতে চাই এবং এমন পুরস্কার আরও অনেকবার জিততে চাই।’
স্পোর্টিং সিপির ইয়োকেরেস ও লিভারপুলের মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতলেন এমবাপ্পে। তার আগে সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টার ক্যারিয়ারে মোট চারবার পেয়েছেন এ স্বীকৃতি। রেকর্ড ছয়বার পেয়েছেন বার্সেলোনা কিংবদন্তি ও কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গতবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন হ্যারি কেইন, তার আগের মৌসুমে আর্লিং হলান্ড। এ দুজনের আগে টানা দুই মৌসুমে জেতেন রবার্ট লেবানডস্কি। এদিকে চলতি মৌসুমেও এখন পর্যন্ত ১০ ম্যাচে ১১ গোল করে স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতা রিয়াল মাদ্রিদের এমবাপ্পে। ৬টির বেশি গোল নেই আর কারও। তার দলও আছে লিগ টেবিলের শীর্ষে। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচের ১২টি জিতেছে রিয়াল মাদ্রিদ।