নতুন প্রজন্মের তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। এ স্প্যানিশের বয়স মাত্র ১৮ বছর। খেলার মাঠে যেমন চঞ্চল ও দুরন্ত, তেমনি বাইরেও। প্রেমিকা নিয়ে ব্যাপক আলোচিত এ কাতালান তারকা। বান্ধবীরাই যেন তার প্রাণের সঞ্চার। গুঞ্জন ছিল তার সঙ্গে প্রেমের সম্পর্ক সাত বছরের বড় আর্জেন্টিনার গায়িকা। তাদের মধ্যে প্রেমের গুঞ্জন চললেও সম্পর্ক আর নেই বলে জানিয়েছিল স্পেনের কিছু গণমাধ্যম। অবশেষে সেই গুঞ্জনের ইতি টানলেন তারা। সম্প্রতি বান্ধবী নিকির ২৫তম জন্মদিনে নিজেদের প্রেমের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট করেন তারা। সেদিন ইয়ামাল ইনস্টাগ্রামে এক স্টোরিতে দুজনের একসঙ্গে বসে থাকার একটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে কয়েকটি লাভ ইমোচিও জুড়ে দেন এ বার্সা তারকা। আর তাতেই যেন ভালোবাসার সম্পর্ক স্পষ্ট করে দিলেন এ স্প্যানিশ ফুটবলার। আর্জেন্টাইন গায়িকাও সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন তিনি প্রেমে পড়েছেন এবং অবিশ্বাস্যভাবে খুশি বোধ করছেন।
ডেসিগুয়ালের নতুন ফ্যাশন প্রিমিয়ারে তিনি বলেন, ‘আমি এ মুহূর্তে গভীরভাবে প্রেমে পড়েছি। বার্সেলোনায় আমি সত্যিই আনন্দিত।’ এ গায়িকা আরও বলেন, ইয়ামাল ও গায়িকা রোজালিয়া আমাকে কাতালান ভাষায় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলতে শিখিয়েছে। তাই বলাই যায়, বিচ্ছেদের গুজব উড়িয়ে নিজেদের প্রাণের সঞ্চার করছেন তারা। খুঁজে নিয়েছেন নিজেদের জীবন।