সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাংকে ঢুকে কর্মকর্তার হাত থেকে চেক কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে চেক উপস্থাপনকারী তেল ব্যবসায়ী আমির হামজাকে। ব্যংকের ভিতর এমন তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে শুকর আলী নামে এক ব্যক্তি ও তার স্বজনদের বিরুদ্ধে। জনতা ব্যাংক পিএলসি বাঘাবাড়ি শাখায় গত রবিবার বিকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শুকুর আলী ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্ড শাখার নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি। গুরুতর আহত আমির হামজাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাংকের সিনিয়র অফিসার হাবিবুর রহমান বলেন, মেসার্স আমির হামজা ট্রেডার্সের প্রোপাইটর ৯৬ লাখ টাকার একটি চেক জমা দিয়েছিলেন। তখন ওই অ্যাকাউন্টে টাকা না থাকায় আমরা অ্যাকাউন্ট হোল্ডার শুকুর প্রামাণিকের সঙ্গে কথা বলি। তিনি ১০ দিন সময় নেন। রবিবার ওই চেক ডিজ অনারের তারিখ ছিল। এদিন পৌনে ৪টায় আমির হামজা চেক ডিজঅনার নিতে আসেন। প্রক্রিয়া করে তার হাতে তুলে দেওয়ার সময় শুকুর আলীর ভাতিজা সেলিম অফিসারের কাছ থেকে চেকটি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। ব্যাংক ম্যানেজার আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় সোমবার সকালে শাহজাদপুর থানায় জিডি করেছি। আমাদের কাছে ওই চেকের ফটোকপি আছে। সেটি নিয়ে আমির হামজা মামলা করতে পারবেন। শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ব্যাংক কর্তৃপক্ষ ও ভুক্তভোগীরা জানান, আমির হামজার সঙ্গে শুকুর আলীর ব্যবসায়িক লেনদেন ছিল। এর সূত্র ধরে শুকুর আলী তার কাছ থেকে ৯৬ লাখ টাকা নেন। তিনি ওই টাকার অনুকূলে জনতা ব্যাংক বাঘাবাড়ি শাখার একটি চেক দেন। তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না।
শিরোনাম
- এখন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : মির্জা ফখরুল
- নেপালে নতুন তিন মন্ত্রীর শপথ
- দীর্ঘ ৯ বছর পর শিবচর বিএনপির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
- পিরোজপুরে গৃহবধূ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
- নরসিংদীতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
- বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু
- নিয়মকানুনের কড়াকড়িতে সিঙ্গাপুর ছাড়ছেন ধনী চীনারা
- চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- ৬২ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বদলি
- রাকসু নির্বাচন : হল সংসদের ৩৯ পদে প্রতিদ্বন্দ্বী নেই, ৪ পদ ফাঁকা
- বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা
- অন্তর্বর্তী সরকার সংবিধানের মৌলিক রদবদল করার ম্যান্ডেট রাখে না : জিল্লুর রহমান
- হ্যান্ডশেক এড়িয়ে বিতর্কে ভারত, ক্ষুব্ধ শোয়েব আখতার
- ‘চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে’
- অসুস্থতার ছুটি চেয়ে বার্তা, ১০ মিনিট পরেই হারালেন প্রাণ
- কিউবান অভিবাসীর চাপাতির কোপে প্রাণ গেল ভারতীয়ের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ট্রাম্পের
- বিক্ষোভে উত্তাল তুরস্ক, এরদোয়ানের পদত্যাগ দাবি
- পাকিস্তান ক্রিকেটারদের মান নেই, সিঙ্গেলও নিতে পারে না: শোয়েব আখতার
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা