রাষ্ট্র সংস্কারের বেশ কয়েকটি মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছতে পারছে না রাজনৈতিক দলগুলো। ঘোড়ার আগে গাড়ি জুড়ে ঐকমত্য প্রতিষ্ঠার যে কসরত চলছে, তারই অনিবার্য পরিণতিতে ঐকমত্যে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা এ কলামে বারবার বলেছি, রাষ্ট্র সংস্কার হতে হবে রাষ্ট্রের মালিক মোক্তার দেশবাসীর মতামত অনুসারে। সোজা কথায়, এ বিষয়টি নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়াই সর্বোত্তম। তার বদলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিঃসন্দেহে ‘মন্দের ভালো’। কিন্তু এ প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় এর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। যেমন ঐকমত্য কমিশনের সংলাপে দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কমিশনের সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী বিএনপি-জামায়াতসহ বেশির ভাগ রাজনৈতিক দল দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে একমত হলেও এটি গঠনের প্রক্রিয়া ও পাওয়ার অ্যান্ড ফাংশন কী হবে, সে বিষয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। বাংলাদেশের মতো আর্থিক দুরবস্থায় থাকা একটি দেশে আরেকটি ব্যয়বহুল নিম্নকক্ষের ‘রেপ্লিকা সংসদ’ তৈরি করা কতটা দরকার, তা-ও ভেবে দেখার অবকাশ রয়েছে। সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ ও সংরক্ষিত নারী আসন-সব ক্ষেত্রেই পিআর পদ্ধতি চালুর পক্ষে দাবি তুলেছে কিছুু দল। বিএনপিসহ কিছু দল সাফ সাফ বলে দিয়েছে দ্বিকক্ষবিষয়ক সংসদে তাদের সায় থাকলেও আনুপাতিক হারের নির্বাচন কোনো অবস্থায় মানা হবে না। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি গঠন নিয়েও কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আনুপাতিক হারের নির্বাচন এশিয়া মহাদেশে প্রথম চালু হয় মধ্যপ্রাচ্যে অবৈধভাবে জেঁকে বসা ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে। দক্ষিণ এশিয়ার নেপালে এ পদ্ধতি চালু রয়েছে রাজতন্ত্র পতনের পর। এ পদ্ধতি হিমালয়কন্যা নেপালে রাজনৈতিক অস্থিতিশীলতাই শুধু নিশ্চিত করেছে। রাষ্ট্র সংস্কারের নামে রাজনৈতিক অস্থিতিশীলতা চাপিয়ে দেওয়ার যে কোনো অপচেষ্টাকে শক্ত হাতেই রুখতে হবে। এটি দেশপ্রেমিকদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- বিমান বিধ্বস্তে হতাহতের মা-বাবাদের কী জবাব দেব: প্রধান উপদেষ্টা
- সিদ্ধিরগঞ্জে ৪০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ
- সন্তানদের ছবি হাতে হাসপাতালে ঘুরছেন বহু স্বজন
- পশ্চিমবঙ্গে ভাষা আন্দোলনের ডাক মমতার
- নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
- পরকীয়া সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন
- ব্রিতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
- পিআর পদ্ধতির নির্বাচন ফ্যাসিবাদের পথ সুগম করবে : তারেক রহমান
- সাগরিকার গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ
- সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
- অবশেষে উড়তে যাচ্ছে ভারতে আটকে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান
- চট্টগ্রামে বরফকলে গ্যাস লিকেজে শ্রমিকের মৃত্যু
- বিমান বিধ্বস্তে হতাহত : মঙ্গলবার দেশব্যাপী বিএনপির দোয়া মাহফিল
- আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা
- নিখোঁজের ৫ দিন পর কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- এনসিপির দুই দিনের সব কর্মসূচি স্থগিত
- বগুড়ায় ড্রাইভিং ও পোষাক তৈরির প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
- ফেনীতে ফের বন্যা, আতঙ্কে মানুষ
- ‘দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে’
- ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৩৬৪
রাষ্ট্র সংস্কার
ঘোড়ার আগে গাড়ি জোড়ার বিভ্রান্তি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর